সত্যি বলতে, এখনকার দিনে একটা ভালো ফোন খুঁজে পাওয়া মানে ছোটখাটো যুদ্ধ! দাম যেন বাড়ছেই, আর ফিচারগুলো ঠিক তেমনভাবে মেলে না। কিন্তু এবার Redmi Note 12 Pro+ 5G দেখে আমারও একটু থমকে যেতে হল। কারণ এই দামে এমন ফোন? বিশ্বাসই হচ্ছিল না!
ক্যামেরায় DSLR-কে টক্কর
এই ফোনটার সবচেয়ে নজরকাড়া দিক হল এর 200MP ক্যামেরা। শুনলেই যেন গায়ে কাঁটা দেয়, তাই না? ছবির ডিটেলিং এমন যে জুম করলেও পিক্সেল ভাঙে না। Samsung-এর ISOCELL সেন্সর দিয়ে তোলা ছবিগুলো দেখলে মনে হবে DSLR দিয়েই তোলা। নাইট মোড ও OIS থাকায় কম আলোতেও ছবি একেবারে ঝকঝকে। আর সামনে আছে 32MP সেলফি ক্যামেরা, যেটা Instagram বা vlog করার জন্য একদম পারফেক্ট।
Also read: Vivo X200 5G এল 160MP ক্যামেরা ও 200W চার্জিং নিয়ে!
📋 Latest Updates
ব্যাটারি আর চার্জিংয়ে নতুন রেকর্ড
যাদের সারাদিন ফোনে কাজ, ভিডিও বা গেম খেলা, তাদের জন্য Redmi Note 12 Pro+ 5G একদম আশীর্বাদ। বিশাল 6600mAh ব্যাটারি, আর সঙ্গে আছে 130W সুপার ফাস্ট চার্জার। কোম্পানি দাবি করেছে, মাত্র 17 মিনিটেই ফুল চার্জ! ভাবুন তো, সকালের অফিসের আগে ফোনে চার্জ লাগিয়ে চা খেলেন, ততক্ষণে 100%!
পারফরম্যান্সে দানব
ফোনের ভিতরে কাজ করছে MediaTek Dimensity 7050 প্রসেসর আর সঙ্গে 12GB RAM। মানে গেম হোক বা ভারী অ্যাপ, সব চলে মাখনের মতো স্মুথ। Android 15 আর MIUI-এর কম্বিনেশন ব্যবহার করেও একদম ল্যাগ-ফ্রি লাগে।
ডিসপ্লে আর ডিজাইনে নজরকাড়া
6.7-ইঞ্চির AMOLED 120Hz ডিসপ্লে স্ক্রলিং আর ভিডিও দেখার অভিজ্ঞতা দুর্দান্ত করে তোলে। রঙ, উজ্জ্বলতা, সব মিলিয়ে ফোনটা একেবারে প্রিমিয়াম লুকের। বিশেষ করে Glacier Blue আর Midnight Black রঙ দুটি চোখে পড়ার মতো সুন্দর।
Also read: Motorola Moto G85 5G – 144Hz কার্ভড OLED ডিসপ্লে, Snapdragon 8 Gen 1 ও 200MP ক্যামেরা মাত্র ₹8,999!
সবচেয়ে চমকপ্রদ দিক হল এর দাম – ₹11,499! এই দামে এমন ক্যামেরা, ব্যাটারি, চার্জার আর পারফরম্যান্স – সত্যি বলছি, Redmi এবার বাজেট মার্কেটে একেবারে ধাক্কা মেরে দিল।
তাই যদি ভাবছেন নতুন একটা 5G ফোন কিনবেন, Redmi Note 12 Pro+ 5G একবার হাতে নিয়েই দেখুন। মনে হবে, ফ্ল্যাগশিপ ফোন কিনেছেন কিন্তু দামে অর্ধেক!
