আমি আজকাল ফোন কেনার আগে একটাই জিনিস দেখি – ক্যামেরা আর ডিসপ্লে কতটা ভালো! কারণ আজকের দিনে আমরা সবাই ফোন দিয়ে ছবি তুলি, ভিডিও করি, এমনকি OTT দেখিও। তাই যখন শুনলাম Oppo Reno 11 Pro 5G মাত্র ₹11,999 দামে আসছে 200MP ক্যামেরা আর 2K ডিসপ্লে নিয়ে, তখন একটু থমকে গিয়েছিলাম।
ডিজাইন আর লুক – একদম প্রিমিয়াম ফিল
প্রথম দেখাতেই বোঝা যায়, এটা কোনো সাধারণ ফোন নয়। কার্ভড গ্লাস বডি, মেটাল ফ্রেম আর স্লিম ডিজাইন দেখে মনে হবে হাতে একদম ফ্ল্যাগশিপ ফোন। 179g ওজনের ফোনটা হাতে নিতেই হালকা আর আরামদায়ক লাগে। কালার অপশনগুলোও বেশ স্টাইলিশ – Midnight Black, Aurora Blue আর Pearl White, প্রতিটাই আলাদা একটা ভায়ব দেয়।
2K AMOLED ডিসপ্লে – চোখ জুড়ানো ভিজ্যুয়াল
6.7-ইঞ্চির 2K AMOLED কার্ভড স্ক্রিন সত্যিই অপূর্ব। রঙের কনট্রাস্ট, উজ্জ্বলতা, সবকিছুই নিখুঁত। 120Hz রিফ্রেশ রেট মানে স্ক্রলিং হবে একদম স্মুথ, আর HDR10+ সাপোর্টে সিনেমা দেখা বা গেম খেলা দুটোই হবে মজা।
📋 Latest Updates
Also read: Samsung Galaxy A54 5G – 120Hz Super AMOLED Display, 250MP ক্যামেরা ও Exynos 1380 চিপসহ, Order Now!
200MP Sony ক্যামেরা – DSLR ফিল ফোনেই
এই দামে 200MP Sony সেন্সর পাওয়া সত্যিই অবাক করার মতো। OIS থাকায় ছবিতে কোনো ঝাঁকুনি নেই, আর AI Night Mode অন্ধকারেও স্পষ্ট ছবি তুলতে সাহায্য করে। 50MP ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেলফিগুলোও দারুণ আসে।
পারফরম্যান্স আর ব্যাটারি
ভিতরে আছে Snapdragon 8 Gen 2 প্রসেসর আর 12GB RAM, তাই গেম হোক বা মাল্টিটাস্কিং, ফোন একদম উড়বে। 5100mAh ব্যাটারি সহজেই দিনভর টিকে যায়, আর 100W SuperVOOC চার্জিং মাত্র 20 মিনিটে ফুল চার্জ করে দেয়।
সফটওয়্যার আর অডিও
সবচেয়ে ভালো লেগেছে যে, Oppo Reno 11 Pro 5G দিচ্ছে 7 বছরের সফটওয়্যার আপডেট। মানে এই দামে এত লং-টার্ম সাপোর্ট সত্যিই বিরল। সঙ্গে আছে Dolby Atmos ডুয়াল স্পিকার, যা মুভি বা গান শুনতে দারুণ এক্সপেরিয়েন্স দেয়।
শেষ কথা? ₹11,999 দামে Oppo Reno 11 Pro 5G এখনকার বাজারে এক কথায় flagship killer। ক্যামেরা, ডিসপ্লে, পারফরম্যান্স – সবদিক থেকেই ফোনটা একদম পাওয়ার-প্যাকড। এটা নিঃসন্দেহে 2025 সালের সবচেয়ে আলোচিত স্মার্টফোনগুলোর মধ্যে থাকবে।
