Oppo Premium 5G Phone এলো ₹11,999-এ – 220MP প্রো ক্যামেরা, 12GB RAM আর Snapdragon চিপসহ!

By Akash

Published On:

Follow Us

🕓 1 min read

By Akash

Published On:

🕓 1 min read

Follow Us
Oppo Premium 5G Phone with 220MP camera and curved AMOLED display

আমরা সবাই জানি, Oppo মানেই একটু স্টাইল, একটু গ্ল্যামার আর দারুণ ক্যামেরা পারফরম্যান্স। কিন্তু এইবার সংস্থাটা যেটা করেছে, সেটা সত্যিই অবাক করার মতো। মাত্র ₹11,999 দামে তারা নিয়ে এসেছে Oppo Premium 5G Phone, যেটাকে এক কথায় বলা যায় “ফ্ল্যাগশিপ ফিল অন আ বাজেট”!

দামে নয়, ফিচারেই বাজিমাত

প্রথমেই চোখে পড়ে ফোনটির 220MP প্রো ক্যামেরা সেটআপ। সত্যি বলতে, এই দামে এমন ক্যামেরা ভাবাই যায় না। দিন হোক বা রাত, ছবি হবে ঝকঝকে, ডিটেইলড আর রঙিন। সামনে রয়েছে 64MP AI সেলফি ক্যামেরা, যেটা দিয়ে ইনস্টা রিলস বা সেলফি দুটোই হবে দারুণ কোয়ালিটির।

Also read: Redmi Note 12 Pro+ 5G – 200MP ক্যামেরা, 130W চার্জার, 12GB RAM আর দাম মাত্র ₹11,499!

ডিসপ্লের দিক থেকেও ফোনটি দারুণ। 6.9-inch Curved AMOLED Display, 120Hz রিফ্রেশ রেট আর HDR10+ সাপোর্ট। মানে স্ক্রিনে যাই দেখবেন, সেটা হবে প্রাণবন্ত আর স্মুথ। যারা ভিডিও দেখেন বা গেম খেলেন, তাদের জন্য এই ডিসপ্লে একদম মিষ্টির মতো।

পারফরম্যান্সের দিকেও কোনো কমতি নেই

Oppo Premium 5G Phone-এ আছে Snapdragon 8 Gen সিরিজের প্রসেসর, সঙ্গে 12GB RAM আর 256GB স্টোরেজ। মানে মাল্টিটাস্কিং, গেমিং বা ভারি অ্যাপ – সবকিছু চলবে একদম স্মুথভাবে। চাইলে 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM-ও বাড়ানো যাবে।

ব্যাটারির দিক থেকেও ফোনটি একেবারে দানব। 7600mAh ব্যাটারি আর 180W সুপার ফাস্ট চার্জিং দিয়ে ২৫ মিনিটেই ফুল চার্জ! সকাল থেকে রাত পর্যন্ত ফোন চার্জ নিয়ে ভাবতেই হবে না।

ডিজাইন আর কানেক্টিভিটিতেও প্রিমিয়াম টাচ

ফোনটির 3D কার্ভড গ্লাস ডিজাইন আর মেটালিক ফ্রেম একেবারে ফ্ল্যাগশিপের মতো ফিনিশ দেয়। তিনটি রঙে পাওয়া যাবে – Aurora Blue, Midnight Black আর Pearl White। কানেক্টিভিটির দিকেও আছে 5G সাপোর্ট, Wi-Fi 6, Bluetooth 5.3 আর Dolby Atmos স্পিকার।

Also read: Samsung Galaxy A54 5G – 120Hz Super AMOLED Display, 250MP ক্যামেরা ও Exynos 1380 চিপসহ, Order Now!

শেষ কথায়

₹11,999 দামে এমন ফোন সত্যিই দুর্লভ। Oppo Premium 5G Phone শুধু দামেই নয়, পারফরম্যান্স আর ক্যামেরাতেও বড়দের টক্কর দিতে তৈরি। যারা বাজেটের মধ্যে একটা স্টাইলিশ, শক্তিশালী স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে এক দুর্দান্ত বিকল্প।

এক কথায় বললে, এই ফোনটা “কম দামে বেশি পাওয়ার” দারুণ উদাহরণ!

If you found this information helpful, share it and let us know in the comments which step you need help with. Subscribe to get regular updates. For faster updates, join our WhatsApp group — you’ll find the join link either on the right side of the screen or at the beginning of this post.

Leave a Comment

🔥 Earn Now