আমি এখনো মনে করি, কয়েক বছর আগে যখন প্রথম OnePlus ফোন ব্যবহার করেছিলাম, তখন ওদের পারফরম্যান্সে একরকম “wow” ফিল আসত। এবার সেই অনুভূতিটাই ফেরত আনতে এসেছে OnePlus Ace 6 Ultra 5G, আর দামের দিক দিয়ে এটা একেবারে বাজেট-ফ্রেন্ডলি চমক! মাত্র ₹13,990 তে এমন ফিচার পাওয়া সত্যিই অবিশ্বাস্য।
ফ্ল্যাগশিপ পারফরম্যান্স, বাজেট দামে
OnePlus সবসময়ই পারফরম্যান্সের জন্য বিখ্যাত, আর এই মডেলেও সেই ট্র্যাডিশন বজায় রেখেছে। Snapdragon 8 Gen 3 প্রসেসর আর 24GB RAM মানে এক কথায় গেমিং হোক বা মাল্টিটাস্কিং, সব কিছুই হবে একদম স্মুথ। ভারী গেম যেমন BGMI বা Genshin Impact খেললেও কোনো ল্যাগ বা হ্যাং ফিল হবে না।
এই দামে অন্য কোনো ফোনে এমন স্পিড পাওয়া সত্যি মুশকিল। তাই যাদের বাজেট কম কিন্তু পারফরম্যান্সে কম্প্রোমাইজ করতে চান না, তাদের জন্য OnePlus Ace 6 Ultra 5G একটা দারুণ অপশন।
📋 Latest Updates
-
Tata Sumo 2025 Launch – Powerful 2.2L Diesel Engine, Big 7-Seater Cabin & 35kmpl Mileage at Just ₹8,500 EMI!
-
Nokia NX Pro 5G 2025 – 210MP DSLR ক্যামেরা, 140W চার্জিং ও 120Hz ডিসপ্লে মাত্র ₹10,990!
-
Harley Davidson V-Rod 2025 Launched – 1250cc Muscle Cruiser with Liquid-Cooled Engine, Aggressive Design & ₹4,500 EMI Plan
ছবিতে একদম DSLR ফিল
এবার আসি ক্যামেরায়। এই ফোনে আছে 200MP Sony IMX890 সেন্সর, যা দিয়ে তোলা ছবি সত্যিই চোখে পড়ার মতো। ডে-লাইট হোক বা নাইট মোড, ডিটেলস আর কালার একদম নিখুঁত। সঙ্গে আছে 12MP আল্ট্রা-ওয়াইড আর 5MP ম্যাক্রো লেন্স, যা ফটোগ্রাফি প্রেমীদের জন্য বাড়তি সুবিধা।
সেলফির জন্য আছে 50MP ফ্রন্ট ক্যামেরা, তাই ভিডিও কল বা সোশ্যাল মিডিয়ার জন্য ছবির মান নিয়ে চিন্তা করার দরকার নেই।
ব্যাটারি ও চার্জিংয়ে অবিশ্বাস্য পাওয়ার
ফোনটিতে রয়েছে বিশাল 7000mAh ব্যাটারি, যা সহজেই দু’দিন পর্যন্ত চলে যায়। আর সবচেয়ে অবাক করার মতো ফিচার হল 160W SuperVOOC চার্জিং। মাত্র ২২ মিনিটেই ফোন ফুল চার্জ! সকালের তাড়ায় ভুলে চার্জ না দিলে আর দুশ্চিন্তা নেই।
ডিসপ্লে আর ডিজাইনেও চমক
6.9-inch 2K AMOLED ডিসপ্লে আর 144Hz রিফ্রেশ রেট মিলিয়ে ভিডিও দেখা বা গেম খেলা হবে একেবারে সিল্কি স্মুথ অভিজ্ঞতা। তিনটি কালারে আসছে ফোনটি – Titan Black, Glacier Blue, Desert Gold, দেখতে একেবারে প্রিমিয়াম লুক।
Also read: Samsung Galaxy A54 5G – 120Hz Super AMOLED Display, 250MP ক্যামেরা ও Exynos 1380 চিপসহ, Order Now!
৭ বছরের সফটওয়্যার সাপোর্ট
সবশেষে সবচেয়ে বড় কথা, OnePlus দিচ্ছে ৭ বছরের সফটওয়্যার আর সিকিউরিটি আপডেট। মানে একবার কিনলে অনেক বছর নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।
👉 সব মিলিয়ে, OnePlus Ace 6 Ultra 5G একদম “flagship experience on a budget” ফোন। দামে কম, ফিচারে ভারী – এক কথায় 2025 সালের স্মার্টফোন দুনিয়ায় এক নতুন বাজেট কিং!
