Motorola Moto 56 Ultra 5G লঞ্চ – 250MP ক্যামেরা, 12GB RAM ও 7500mAh ব্যাটারি দানব!

By Akash

Published On:

Follow Us

🕓 1 min read

By Akash

Published On:

🕓 1 min read

Follow Us
Motorola Moto 56 Ultra 5G with 250MP Camera and 7500mAh Battery

সত্যি বলতে কী, এই ফোনটার খবর শোনার পর একটু হতবাকই হয়ে গিয়েছিলাম। Motorola Moto 56 Ultra 5G যেন একেবারে “সব কিছু এক ফোনে” টাইপ ডিভাইস। এত স্পেসিফিকেশন একসাথে সাধারণত শুধু প্রিমিয়াম সেগমেন্টেই দেখা যায়, কিন্তু এবার মোটো সেই দুনিয়ায় সোজা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

ডিজাইনেই আলাদা চমক

প্রথমেই চোখে পড়বে ফোনটার লুক। 6.9-inch AMOLED ডিসপ্লে, বাঁকা এজ আর আল্ট্রা-থিন বেজেল – একদম ফ্ল্যাগশিপ ভাইব! পেছনে ম্যাট ফিনিশড গ্লাস বডি, যেটা হাতে নিলেই প্রিমিয়াম ফিল দেয়। তিনটে কালার অপশন – Titan Black, Glacier Blue আর Sunset Gold, সবগুলোরই নিজস্ব একটা এলিগ্যান্স আছে।

250MP ক্যামেরা – DSLR লেভেলের ঝলক

এখানেই Motorola আসল বাজিমাত করেছে। 250MP প্রাইমারি সেন্সর সহ কোয়াড ক্যামেরা সেটআপ, সাথে আছে 50MP ultra-wide, 32MP telephoto (5x optical zoom) আর 10MP depth sensor। ভাবুন, একটা ফোনেই এমন সেটআপ! ছবি তোলার পর ডিটেইল আর কালার এক্সপ্রেশন দেখে যে কেউ অবাক হবে। সামনে আছে 64MP AI সেলফি ক্যামেরা, যাতে রিলস বা পোর্ট্রেট – দুটোই ঝকঝকে হবে।

পারফরম্যান্স ও ব্যাটারি – সত্যি এক দানব

ফোনের ভিতরে আছে Snapdragon 8 Gen 3 প্রসেসর, সাথে 12GB RAM512GB স্টোরেজ। মানে গেমিং, মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিং – যা-ই করুন, একটুও হ্যাং হবে না। আর ব্যাটারি? 7500mAh, সঙ্গে 165W TurboPower ফাস্ট চার্জিং। কোম্পানির দাবি, মাত্র 20 মিনিটেই ফুল চার্জ! এছাড়াও 50W ওয়্যারলেস চার্জিং আর 10W রিভার্স চার্জিং সুবিধাও আছে।

সফটওয়্যার ও ইউজার এক্সপেরিয়েন্স

Android 15 (near stock) ভার্সনে চলবে ফোনটি, সাথে MyUX স্কিন, যেটা একদম ক্লিন আর স্মুথ। Moto Gestures যেমন “চপ করলে ফ্ল্যাশ অন”, “টুইস্ট করলে ক্যামেরা ওপেন” – এই ছোট ফিচারগুলো ফোন ব্যবহার আরও মজাদার করে তোলে।

Also read: Motorola Moto G85 5G – 144Hz কার্ভড OLED ডিসপ্লে, Snapdragon 8 Gen 1 ও 200MP ক্যামেরা মাত্র ₹8,999!

সব মিলিয়ে Motorola Moto 56 Ultra 5G এক কথায় এক পাওয়ারহাউস। 250MP ক্যামেরা, 12GB RAM, 7500mAh ব্যাটারি আর দারুন ডিজাইন – সব একসাথে পেতে চাইলে এই ফোনটা 2025 সালের সেরা অপশনগুলোর মধ্যে পড়বে নিঃসন্দেহে।

If you found this information helpful, share it and let us know in the comments which step you need help with. Subscribe to get regular updates. For faster updates, join our WhatsApp group — you’ll find the join link either on the right side of the screen or at the beginning of this post.

Leave a Comment

🔥 Earn Now