Moto G67 Power 5G আসছে নভেম্বর 5-এ, থাকবে 7,000mAh ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা

By Akash

Published On:

Follow Us

🕓 1 min read

By Akash

Published On:

🕓 1 min read

Follow Us
Moto G67 Power 5G স্মার্টফোন, তিনটি ক্যামেরার সেটআপ, ৪কে রেকর্ডিং, ৭,০০০mAh ব্যাটারি, এবং প্রিমিয়াম ভিগান লেদার ফিনিশ

কয়েক বছর আগে মোটোরোলার ফোন মানেই ছিল রিয়েল এসেন্স অফ পারফরম্যান্স। এবার আবার সেই নস্টালজিয়া ফিরিয়ে আনতে চলেছে Moto G67 Power 5G, যা লঞ্চ হচ্ছে নভেম্বর 5-এ। স্পেসিফিকেশন শুনে মনে হচ্ছে এই ফোন এবার সত্যিই ফ্রি-ফায়ার বা BGMI প্রেমীদের মন জয় করে নেবে।

ব্যাটারি আর ডিসপ্লেতে চমক

এই ফোনের হাইলাইট নিঃসন্দেহে ৭,০০০mAh ব্যাটারি। কোম্পানির মতে, একবার চার্জে এটি চলবে প্রায় ৫৮ ঘণ্টা পর্যন্ত। মানে দিনে দু’বার চার্জ দেওয়ার ঝামেলা একেবারে শেষ। এর সঙ্গে মিলবে ৬.৭ ইঞ্চি FHD+ ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, যা গেমিং ও স্ক্রলিং – দু’টোই করবে আরও স্মুথ।

ক্যামেরা ও পারফরম্যান্স

পিছনে থাকবে ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 সেন্সর, আর সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ছবি তোলার অভিজ্ঞতা হবে স্পষ্ট ও ভিভিড। ফোনটি চলছে Snapdragon 7s Gen 2 প্রসেসরে, যার সঙ্গে মিলছে ৮ জিবি র‍্যাম এবং ২৪ জিবি পর্যন্ত র‍্যাম এক্সপ্যানশন ফিচার।

ডিজাইন ও অন্যান্য ফিচার

Moto G67 Power 5G আসছে ভিগান লেদার ব্যাক ডিজাইন, Dolby Atmos স্পিকার, আর Corning Gorilla Glass 7i প্রোটেকশন সহ। ফোনটি হবে Android 15-এ চালিত, এবং Android 16 আপগ্রেডও পাবে।

সবচেয়ে মজার ব্যাপার, মোটোরোলা এই ফোনটিতে দিয়েছে মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি (MIL-810H)IP64 জল ও ধুলো প্রতিরোধের সুরক্ষা

সংক্ষেপে বললে, Moto G67 Power 5G এমন এক ফোন, যা বাজেট রেঞ্জে “পাওয়ার আর প্রিমিয়ামের” মেলবন্ধন ঘটাতে পারে। এখন দেখার অপেক্ষা, লঞ্চের পর এর দাম কত নির্ধারণ করে Motorola।

If you found this information helpful, share it and let us know in the comments which step you need help with. Subscribe to get regular updates. For faster updates, join our WhatsApp group — you’ll find the join link either on the right side of the screen or at the beginning of this post.

Leave a Comment

Join WhatsApp Channel