New Maruti Suzuki Ertiga 2025 – ১.৫L ইঞ্জিন, ৩২kmpl মাইলেজ ও ৭ সিটার MPV, বুক করুন এখনই!

By Akash

Published On:

Follow Us

🕓 1 min read

By Akash

Published On:

🕓 1 min read

Follow Us
Maruti Suzuki Ertiga 2025 new model with 7 seater design and 32kmpl mileage

ভারতের ফ্যামিলি কার মার্কেটে আবারও নতুন চমক নিয়ে হাজির Maruti Suzuki Ertiga 2025। বড় পরিবার, আরামদায়ক ভ্রমণ ও বাজেটবান্ধব গাড়ি খুঁজছেন? তবে এই নতুন মডেলটি আপনার জন্য একদম পারফেক্ট। ৭ সিটার MPV ডিজাইন, উন্নত ইঞ্জিন পারফরম্যান্স এবং অসাধারণ মাইলেজের কারণে ইতিমধ্যেই এটি আলোচনায়।

ডিজাইন ও ইন্টেরিয়র

Maruti Suzuki Ertiga 2025 এসেছে আরও আধুনিক ও স্টাইলিশ লুকে। নতুন ফ্রন্ট গ্রিল, স্লিম হেডল্যাম্প এবং স্মার্ট বডি লাইনের ফলে গাড়িটি অনেক প্রিমিয়াম লুক পেয়েছে। ভেতরে রয়েছে প্রশস্ত কেবিন, যেখানে ৭ জন যাত্রী সহজেই বসতে পারেন। আরামদায়ক সিট, পর্যাপ্ত লেগস্পেস ও প্রিমিয়াম আপহোলস্টারি দীর্ঘ ভ্রমণকে করে তোলে আরও উপভোগ্য।

Also read: Maruti Suzuki Wagon R 2025 – ৩৪KM/L মাইলেজ, স্মার্ট ফিচার ও ১.২L হাইব্রিড ইঞ্জিনে লঞ্চ মাত্র ₹৩.৪৯ লক্ষে!

গাড়ির ইন্টেরিয়রে যোগ হয়েছে নতুন টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যা Apple CarPlay ও Android Auto সাপোর্ট করে। একাধিক স্টোরেজ স্পেস, রিয়ার এয়ার ভেন্ট ও স্মার্ট চার্জিং পয়েন্ট – সব মিলিয়ে পরিবারের জন্য এটি নিখুঁত গাড়ি।

ইঞ্জিন ও পারফরম্যান্স

নতুন Maruti Suzuki Ertiga 2025 এ রয়েছে ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন, যা দেয় প্রায় 103PS পাওয়ার ও 138Nm টর্ক। গাড়িটি ম্যানুয়াল ও অটোমেটিক – দুই ট্রান্সমিশন অপশনে পাওয়া যাবে। ইঞ্জিন টিউনিং এমনভাবে করা হয়েছে যাতে শহরের ট্রাফিক হোক বা লং ড্রাইভ – সব অবস্থায় মসৃণ পারফরম্যান্স পাওয়া যায়।

সবচেয়ে বড় আকর্ষণ হল এর ৩২kmpl মাইলেজ, যা এই সেগমেন্টে একেবারে শ্রেষ্ঠ। অর্থাৎ, একবার ফুল ট্যাংক করলেই দূরপাল্লার যাত্রায় নিশ্চিন্ত ভরসা।

সেফটি ও দাম

যাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, ABS সহ EBD, রিয়ার পার্কিং সেন্সর ও সিটবেল্ট রিমাইন্ডার। মজবুত বডি স্ট্রাকচার ও স্থিতিশীল সাসপেনশন নিশ্চিত করে নিরাপদ ড্রাইভিং।

Also read: Tata Sumo SUV 2025 – ২.০L ডিজেল ইঞ্জিন, ৩৮KMPL মাইলেজ ও রাগড ৭-সিটার SUV, বুক করুন এখনই!

দামের দিক থেকেও এটি যথেষ্ট আকর্ষণীয়। Maruti Suzuki Ertiga 2025 এর প্রারম্ভিক দাম প্রায় ₹২.২৫ লাখ থেকে শুরু, এবং EMI মাত্র ₹৪,৮০০ প্রতি মাসে। এই মূল্যে এমন কমফোর্ট, মাইলেজ ও স্পেস – সত্যিই প্রশংসনীয়।

👉 যদি আপনি একটি আরামদায়ক, স্টাইলিশ ও ফ্যামিলি-বান্ধব গাড়ি খুঁজছেন, তবে Maruti Suzuki Ertiga 2025 হতে পারে আপনার পরবর্তী সেরা পছন্দ। এখনই শোরুমে গিয়ে বুক করুন আপনার নতুন Ertiga 2025!

If you found this information helpful, share it and let us know in the comments which step you need help with. Subscribe to get regular updates. For faster updates, join our WhatsApp group — you’ll find the join link either on the right side of the screen or at the beginning of this post.

Leave a Comment

🔥 Earn Now