Maruti Baleno 2025 – 39 KMPL মাইলেজ, ₹1.5L ডাউন পেমেন্ট, Wireless Charging আর 9-ইঞ্চি টাচস্ক্রিন!

By Akash

Published On:

Follow Us

🕓 1 min read

By Akash

Published On:

🕓 1 min read

Follow Us
Maruti Baleno 2025 Hybrid Hatchback with 39 KMPL Mileage

ভারতের হ্যাচব্যাক মার্কেটে আবারও হইচই ফেলে দিতে হাজির Maruti Baleno 2025। নতুন ডিজাইন, প্রিমিয়াম ফিচার আর অবিশ্বাস্য 39 KMPL মাইলেজ নিয়ে এবার এই গাড়িটা হয়ে উঠেছে সাধারণ পরিবারের স্বপ্নের Hybrid কার। যারা চান স্টাইল, কম খরচ আর আধুনিক ফিচারের মেলবন্ধন – তাদের জন্য Baleno 2025 একেবারে পারফেক্ট প্যাকেজ।

ডিজাইন ও স্টাইল

নতুন Baleno 2025-এর এক্সটেরিয়র ডিজাইন একদম নজরকাড়া। বড় ফ্রন্ট গ্রিল, LED প্রজেক্টর হেডল্যাম্প আর ডুয়াল-টোন অ্যালয় হুইল দেখে একবার ঘুরে তাকাতেই হয়। গাড়ির বডি লাইন আরও এয়ারোডাইনামিক, ফলে শুধু লুক নয়, মাইলেজও বেড়ে গেছে। রিয়ারে LED টেলল্যাম্প গাড়িটাকে দেয় একদম প্রিমিয়াম ফিনিশ।

ইঞ্জিন ও মাইলেজ

Maruti Baleno 2025 এসেছে 1.2 লিটার DualJet Smart Hybrid ইঞ্জিন নিয়ে। এই হাইব্রিড সিস্টেম বুদ্ধিমত্তার সঙ্গে পেট্রোল আর ইলেকট্রিক মোডে কাজ করে, ফলে পাওয়া যায় সর্বোচ্চ 39 KMPL মাইলেজ। এতে রয়েছে ম্যানুয়াল ও AMT, দুই ধরনের গিয়ারবক্স অপশন। কম ফুয়েলে বেশি রাইড – এইটাই Baleno 2025-এর আসল জাদু।

ইন্টেরিয়র ও ফিচার

ভিতরে ঢুকলেই বোঝা যায় প্রিমিয়াম টাচ। ডুয়াল-টোন লেদার সিট, Ambient লাইটিং, আর স্পোর্টি ফ্ল্যাট-বটম স্টিয়ারিং একেবারে নতুন ফিল দেয়। মাঝখানে রয়েছে বড় 9-ইঞ্চি টাচস্ক্রিন, যা Android Auto ও Apple CarPlay সাপোর্ট করে। সঙ্গে আছে Wireless Charging, Head-Up Display, আর 360° ক্যামেরা – এই দামে এমন ফিচার অন্য কারে খুঁজে পাওয়া দুষ্কর।

সেফটি ও আরাম

Maruti এবার সেফটির দিকেও বেশ জোর দিয়েছে। আছে ৬টি এয়ারব্যাগ, ABS, EBD, Hill Hold Assist, আর Electronic Stability Control। গাড়ির Heartect প্ল্যাটফর্ম আরও মজবুত করা হয়েছে, ফলে হাইওয়ে ড্রাইভিং এখন আরও সেফ।

Also read: Maruti New Swift 2025 – Stylish Hybrid Car, 32kmpl মাইলেজ ও দাম মাত্র ₹2.20 লক্ষ!

দাম ও EMI

সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে, মাত্র ₹1.5 লাখ ডাউন পেমেন্টেই আপনি ঘরে আনতে পারেন Maruti Baleno 2025। মাসিক EMI শুরু হচ্ছে প্রায় ₹5,400 থেকে। এই দামে 39 KMPL মাইলেজ আর হাইব্রিড পারফর্ম্যান্স সত্যিই অবিশ্বাস্য।

👉 যারা নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য Maruti Baleno 2025 হতে পারে একদম স্মার্ট চয়েস। স্টাইল, কম খরচ আর হাইব্রিড পাওয়ারের নিখুঁত মেলবন্ধন এই গাড়িতে!

If you found this information helpful, share it and let us know in the comments which step you need help with. Subscribe to get regular updates. For faster updates, join our WhatsApp group — you’ll find the join link either on the right side of the screen or at the beginning of this post.

Leave a Comment

🔥 Earn Now