DSLR কে টেক্কা দেবে iPhone 18 Pro? আসছে একদম নতুন ক্যামেরা যুগ!

By Akash

Published On:

Follow Us

🕓 1 min read

By Akash

Published On:

🕓 1 min read

Follow Us
একাধিক রঙের iPhone 18 Pro–এর স্মার্টফোন, যার পেছনে DSLR স্টাইলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং বাংলা শিরোনাম রয়েছে

আমি এখনো মনে করি, প্রথম যখন DSLR হাতে নিয়েছিলাম, মনে হয়েছিল অন্য জগতে পা দিয়েছি। কিন্তু এখন সেই অভিজ্ঞতাটা আপনার মুঠোফোনেই আসতে চলেছে। কারণ iPhone 18 Pro নাকি এমন প্রযুক্তি নিয়ে আসছে, যা সত্যিকারের DSLR-কেও টক্কর দিতে পারে!

ক্যামেরায় আসছে বড় বিপ্লব

টিপস্টারদের তথ্য অনুযায়ী, iPhone 18 Pro ও 18 Pro Max মডেলে এবার থাকবে 48 মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা ও ভেরিয়েবল অ্যাপারচার ফিচার। এর মানে, আলো বেশি থাকলে লেন্স নিজে ছোট হবে আর আলো কমলে খুলে যাবে। ফলে কম আলোতেও পাবেন পরিস্কার, ঝকঝকে ছবি।

Apple নাকি এমনভাবে সেন্সর ডিজাইন করছে, যাতে ব্যাকগ্রাউন্ড ব্লার বা বোকেহ ইফেক্ট পুরোপুরি আপনার ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা যায়। ঠিক যেমনটা DSLR-এ করা যায়।

প্রফেশনাল শট এখন মোবাইলেই

এখনও পর্যন্ত iPhone 15 Pro থেকে iPhone 17 Pro পর্যন্ত একটাই f/1.7 অ্যাপারচার ছিল। কিন্তু এবার Apple সেই ধরা ভাঙছে। ভেরিয়েবল অ্যাপারচার এলে মোবাইল ফটোগ্রাফি নতুন উচ্চতায় পৌঁছবে, এমনটাই মত বিশেষজ্ঞদের।

যারা ভ্লগিং বা মোবাইল ফটোগ্রাফি করেন, তাদের কাছে iPhone 18 Pro হতে পারে একদম গেমচেঞ্জার। দামের সাথে তাল মিলিয়ে যদি পারফরম্যান্স মেলে, তবে এই ফোন হবে পরের বছরের সবচেয়ে হট লঞ্চ।

Also read: Samsung Galaxy A54 5G – 120Hz Super AMOLED Display, 250MP ক্যামেরা ও Exynos 1380 চিপসহ, Order Now!

👉 এখন শুধু অপেক্ষা, Apple সত্যিই কি সেই DSLR-মত অভিজ্ঞতা দিতে পারে কিনা। যদি পারে, তবে মোবাইল ফটোগ্রাফির খেলা বদলে যাবে পুরোপুরি! 📸

If you found this information helpful, share it and let us know in the comments which step you need help with. Subscribe to get regular updates. For faster updates, join our WhatsApp group — you’ll find the join link either on the right side of the screen or at the beginning of this post.

Leave a Comment

🔥 Earn Now