Honda SP 125 2025 Launched – 80km/L মাইলেজ, স্পোর্টি ডিজাইন ও বিশাল 40% ছাড়!

By Akash

Published On:

Follow Us

🕓 1 min read

By Akash

Published On:

🕓 1 min read

Follow Us
Honda SP 125 2025 bike with sporty design and 40 percent discount

ভারতের বাইকপ্রেমীদের জন্য এসেছে দারুণ সুখবর! Honda SP 125 2025 অফিসিয়ালি লঞ্চ হয়েছে, আর এই নতুন প্রজন্মের মডেল ইতিমধ্যেই বাজারে হইচই ফেলে দিয়েছে। স্টাইল, পারফরম্যান্স আর দারুণ মাইলেজ – সবকিছুর মিশ্রণে তৈরি এই বাইকটি এখন দেশের অন্যতম ভ্যালু-প্যাকড কমিউটার মোটরসাইকেল।

নতুন ডিজাইন ও আপগ্রেড

Honda SP 125 2025 এ এসেছে সম্পূর্ণ নতুন স্পোর্টি ডিজাইন, যা এক নজরেই আকর্ষণ করবে যে কাউকে। এর অ্যারোডাইনামিক বডি, শার্প ফুয়েল ট্যাঙ্ক ও নতুন LED হেডল্যাম্প সেটআপ বাইকটিকে আধুনিক ও প্রিমিয়াম লুক দিয়েছে। পিছনের সেকশনে নতুন টেললাইট ডিজাইন ও ডুয়াল-টোন ফিনিশও নজর কাড়বে নিশ্চিতভাবে।

Also read: Honda CBR600RR 2025 লঞ্চ – শক্তিশালী ইঞ্জিন, দারুন ডিজাইন আর স্মার্ট ফিচারস

রঙের অপশনে পাওয়া যাবে Matte Axis Grey Metallic, Rebel Red Metallic, Pearl Siren Blue, ও Imperial Red – প্রতিটি শেডই বাইকের স্পোর্টি ভাবকে আরও বাড়িয়ে তুলেছে।

ইঞ্জিন ও পারফরম্যান্স

এই বাইকটিতে রয়েছে 124cc BS6 Phase 2 ইঞ্জিন যা তৈরি করে প্রায় 10.8 bhp পাওয়ার ও 10.9 Nm টর্ক। শহরের ট্রাফিক হোক বা লং রাইড, Honda SP 125 2025 দেয় মসৃণ পারফরম্যান্স ও কম্পনহীন অভিজ্ঞতা। ৫-গিয়ারের ট্রান্সমিশন গিয়ার পরিবর্তনকে আরও সহজ ও আরামদায়ক করে তুলেছে।

অসাধারণ মাইলেজ

এই বাইকের অন্যতম বড় আকর্ষণ এর 80 km/L মাইলেজ। Honda-র উন্নত HET (Honda Eco Technology) ও ফুয়েল ইনজেকশন সিস্টেমের জন্য এটি এখন 125cc সেগমেন্টের সবচেয়ে ফুয়েল-এফিসিয়েন্ট বাইকগুলির একটি।

কমফোর্ট ও ফিচার

Honda SP 125 2025 তৈরি হয়েছে দৈনন্দিন আরামদায়ক রাইডের কথা মাথায় রেখে। এর প্রশস্ত সিট, টেলিস্কোপিক সাসপেনশন ও ব্যালান্সড চ্যাসিস দীর্ঘ যাত্রাতেও ক্লান্তি কমায়। বাইকটিতে আছে ফুলি ডিজিটাল মিটার, LED হেডলাইট, সাইলেন্ট স্টার্ট সিস্টেমসাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ – যা রাইডিংকে করে আরও স্মার্ট ও নিরাপদ।

Also read: Aprilia SR 150 2025 এলো ব্লুটুথ, LED লাইট আর আগের চেয়ে বেশি মাইলেজ নিয়ে!

দাম ও দীপাবলি অফার

সবচেয়ে বড় চমক হল, দীপাবলিতে Honda SP 125 2025 এ মিলছে বিশাল 40% ছাড়। এর দাম শুরু প্রায় ₹86,000 (ex-showroom) থেকে, আর টপ ভ্যারিয়েন্ট যেতে পারে ₹92,000 পর্যন্ত। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ বোনাস ও সহজ EMI সুবিধা।

👉 যদি আপনি এমন একটি বাইক চান যা স্টাইলিশ, মাইলেজে সেরা ও দামে সাশ্রয়ী, তাহলে এই দীপাবলিতে Honda SP 125 2025 হতে পারে আপনার পারফেক্ট চয়েস!

If you found this information helpful, share it and let us know in the comments which step you need help with. Subscribe to get regular updates. For faster updates, join our WhatsApp group — you’ll find the join link either on the right side of the screen or at the beginning of this post.

Leave a Comment

🔥 Earn Now