ভারতের বাইকপ্রেমীদের মধ্যে Bajaj Dominar নামটাই আলাদা জায়গা তৈরি করেছে। এবার সেই জনপ্রিয় মডেলই এলো নতুন রূপে – Bajaj Dominar 400 2025। একেবারে অ্যাগ্রেসিভ লুক, প্রিমিয়াম ফিচার আর পাওয়ারফুল ইঞ্জিনে ভরপুর এই বাইক এখন হয়ে উঠেছে আরও পরিণত, আরও স্মার্ট।
ডিজাইন ও লুক – একদম হেভিওয়েট স্টাইল!
প্রথম দেখাতেই বোঝা যায়, Bajaj Dominar 400 2025 একদম আলাদা লেভেলের মেশিন। নতুন বোল্ড বডি প্যানেল, শার্প LED হেডলাইট, আর ডুয়াল-টোন ফিনিশ এটাকে দিয়েছে একেবারে প্রিমিয়াম অ্যাটিটিউড। সামনে বড় ফুয়েল ট্যাঙ্ক আর স্প্লিট সিট সেটআপ মিলিয়ে বাইকটার রোড প্রেজেন্স এক কথায় দারুন। তার সঙ্গে আছে ব্রাশড মেটাল অ্যাকসেন্ট, যা পুরো লুককেই আরও মাচো করে তুলেছে।
ইঞ্জিন ও পারফরম্যান্স – পাওয়ারে আগুন!
পারফরম্যান্সের দিক থেকে Bajaj Dominar 400 2025 আগের চেয়েও বেশি রিফাইন্ড। এখানে ব্যবহার হয়েছে 373.3cc লিকুইড-কুলড DOHC ইঞ্জিন, যা 40 PS পাওয়ার আর 35 Nm টর্ক জেনারেট করে। KTM-এর DNA থেকে তৈরি এই ইঞ্জিনে 6-স্পিড গিয়ারবক্স আর স্লিপার ক্লাচ থাকায় গিয়ার শিফট এখন আরও মসৃণ। Ride-by-wire থ্রটল রেসপন্স এতটাই কুইক যে শহরের ট্র্যাফিক হোক বা লং হাইওয়ে, বাইকটা সব জায়গায় নিজের দাপট দেখাতে পারে।
📋 Latest Updates
ফিচার ও টেকনোলজি – প্রিমিয়াম ছোঁয়া
এই নতুন ভার্সনে এসেছে অনেক আধুনিক আপডেট –
- ফুল LED লাইটিং সেটআপ আর ডুয়াল ডিজিটাল কনসোল
- Bluetooth কানেক্টিভিটি ও নেভিগেশন সাপোর্ট
তার সঙ্গে আছে USB Type-C চার্জিং, সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ, গিয়ার পজিশন ইন্ডিকেটর – সব মিলিয়ে একটা আধুনিক বাইকিং এক্সপেরিয়েন্স।
কমফোর্ট ও সেফটি
Upside-down ফ্রন্ট ফর্কস আর মাল্টি-স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার মনোশক দারুন রাইডিং কমফোর্ট দেয়। ডুয়াল-চ্যানেল ABS ও 320mm ফ্রন্ট ডিস্ক ব্রেক নিশ্চিত করে নিখুঁত ব্রেকিং। আর শক্তপোক্ত পেরিমিটার ফ্রেম বাইকটাকে দেয় স্ট্যাবল হ্যান্ডলিং।
শেষ কথা, Bajaj Dominar 400 2025 এমন এক বাইক, যেটা পাওয়ার, কমফোর্ট আর স্টাইল – তিনটাকেই নিখুঁতভাবে মিশিয়েছে। যারা ট্যুরিং ভালোবাসেন, আর চান শহরের রাস্তায় একধরনের ‘স্ট্রিট প্রেজেন্স’ – তাদের জন্য এই বাইকটা একদম পারফেক্ট চয়েস।
