Mahindra BE 6 লঞ্চ! ভবিষ্যতের Electric SUV মাত্র ₹2.99 লাখ থেকে শুরু

By Akash

Published On:

Follow Us

🕓 1 min read

By Akash

Published On:

🕓 1 min read

Follow Us
Mahindra BE 6 2025 electric SUV with futuristic design

ভারতের গাড়ি দুনিয়ায় আবারও চমক দিল Mahindra। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল তাদের নতুন প্রজন্মের ইলেকট্রিক SUV – Mahindra BE 6 2025, যা এক কথায় ভবিষ্যতের রাস্তায় ঝড় তুলতে তৈরি। দাম শুরু হয়েছে মাত্র ₹2.99 লাখ, আর এখানেই শেষ নয় – এই গাড়ির ফিচার শুনলে যে কারও চোখ কপালে উঠবে!

ডিজাইন ও প্রযুক্তির দুর্দান্ত মেলবন্ধন

Mahindra BE 6 তৈরি হয়েছে কোম্পানির নতুন INGLO EV প্ল্যাটফর্মে, যেটি আগের যেকোনও মডেলের তুলনায় অনেক বেশি উন্নত। সামনে রয়েছে ডাইনামিক LED DRLs, প্যানোরামিক গ্লাস রুফ আর একেবারে ভবিষ্যতমুখী বডি ডিজাইন। দূর থেকে দেখলেও বোঝা যায়, এই গাড়ি কেবল চলার নয়, নজর কেড়ে নেওয়ার জন্যই তৈরি।

গাড়ির কেবিনেও আছে আলাদা ম্যাজিক – ডুয়াল স্ক্রিন সেটআপ, সাসটেইনেবল মেটেরিয়াল, আর 16-ইঞ্চির AI স্মার্ট টাচ ইনফোটেইনমেন্ট সিস্টেম। একেবারে প্রিমিয়াম লুক আর ডিজিটাল কমফোর্টের মিশেল।

রেঞ্জ ও পারফরম্যান্সে মাত দেবে প্রতিদ্বন্দ্বীদের

Mahindra BE 6-এর সবচেয়ে বড় হাইলাইট এর 520KM ইলেকট্রিক রেঞ্জ! হ্যাঁ, একবার চার্জে প্রায় অর্ধেক দেশ ঘোরা যায়। এর পেছনে আছে 90kWh ব্যাটারি প্যাক ও ডুয়াল মোটর সেটআপ, যেটা দেয় প্রায় 380bhp পাওয়ার। 0 থেকে 100kmph যেতে সময় লাগে মাত্র 6.1 সেকেন্ড – এক কথায় দারুণ পারফরম্যান্স।

আর চার্জিং নিয়েও চিন্তা নেই, কারণ BE 6-এ আছে 30 মিনিটে 80% ফাস্ট চার্জিং সুবিধা। শহরের ছোট ড্রাইভ হোক বা উইকএন্ড ট্রিপ, সবেতেই পারফেক্ট।

Also read: Maruti Baleno 2025 – 39 KMPL মাইলেজ, ₹1.5L ডাউন পেমেন্ট, Wireless Charging আর 9-ইঞ্চি টাচস্ক্রিন!

দাম ও ফাইন্যান্স অপশন

Mahindra BE 6-এর দাম শুরু হয়েছে ₹2.99 লাখ থেকে, সঙ্গে রয়েছে সহজ EMI অপশন ও রাজ্যভেদে EV সাবসিডি। আর কোম্পানির তরফে ৮ বছরের ব্যাটারি ও ৫ বছরের ভেহিকল ওয়ারেন্টি পাওয়া যাবে।

👉 যদি আপনি ভাবছেন ভবিষ্যতের গাড়িতে চড়ার সময় এসে গেছে, তাহলে Mahindra BE 6 হতে পারে আপনার পরবর্তী পারফেক্ট চয়েস – স্টাইল, স্পিড, আর স্মার্টনেসে ভরপুর এক Electric SUV!

If you found this information helpful, share it and let us know in the comments which step you need help with. Subscribe to get regular updates. For faster updates, join our WhatsApp group — you’ll find the join link either on the right side of the screen or at the beginning of this post.

Leave a Comment

🔥 Earn Now