Toyota Mini Land Cruiser 2025 – ₹3.49 লাখে আসছে আসল 4×4 বিলাস SUV!

By Akash

Published On:

Follow Us

🕓 1 min read

By Akash

Published On:

🕓 1 min read

Follow Us
Toyota Mini Land Cruiser 2025 compact 4x4 SUV in India

ভারতের SUV দুনিয়ায় আবারও ঝড় তুলতে হাজির Toyota-র একদম নতুন চমক – Toyota Mini Land Cruiser 2025! যারা বরাবরই Land Cruiser-এর নাম শুনে মুগ্ধ হন কিন্তু দামের কারণে পিছু হটতেন, তাদের জন্য এবার সুখবর। মাত্র ₹3.49 লাখে Toyota আনছে এমন এক SUV, যেখানে বিলাসিতা, শক্তি আর অফ-রোড পাওয়ার – সব একসাথে মিলছে।

ডিজাইন ও ফিচার

নতুন Toyota Mini Land Cruiser 2025 দেখতে একেবারে তার বড় ভাই Land Cruiser-এর মতোই পেশিবহুল ও স্টাইলিশ। বড় ক্রোম গ্রিল, LED ম্যাট্রিক্স হেডলাইট আর পেশাদার SUV স্টান্সে গাড়িটা একেবারে রোডে নজরকাড়া। ভিতরে ঢুকলেই বোঝা যায়, এটা শুধু গাড়ি নয় – একটা প্রিমিয়াম অভিজ্ঞতা। লেদার সিট, ডুয়াল-টোন কেবিন, আর 10-ইঞ্চির স্মার্ট টাচস্ক্রিন – সবই একদম আপগ্রেড লেভেলের।

ইঞ্জিন ও পারফরম্যান্স

এই ছোট Land Cruiser-এর হৃদয়ে রয়েছে 2.8L টার্বো ডিজেল ইঞ্জিন, যা থেকে পাওয়া যায় 204bhp পাওয়ার আর 500Nm টর্ক! সঙ্গে 4×4 ড্রাইভ সিস্টেম, হিল ডিসেন্ট কন্ট্রোল আর ডিফারেনশিয়াল লক – মানে পাহাড়, বালি, কাদা, যেখানেই যান, গাড়ি আপনাকে নিরাশ করবে না। শুধু শক্তিই নয়, 34kmpl মাইলেজও দিচ্ছে এই SUV, ফলে শহরেও ব্যবহার করা যাবে নির্ভয়ে।

Also read: Toyota Fortuner 2025 এসেছে নতুন রূপে! স্পোর্টি ডিজাইন ও লাক্সারি হাইব্রিড SUV ফিচার সহ

আরাম, সেফটি ও দামের হাইলাইট

Toyota সবসময়ই সেফটি আর কমফোর্টে গুরুত্ব দেয়। তাই Toyota Mini Land Cruiser 2025-এ থাকছে 7 এয়ারব্যাগ, ADAS লেভেল 2 সেফটি টেক, আর উন্নত সাসপেনশন সিস্টেম। গাড়িটির দাম শুরু হচ্ছে মাত্র ₹3.49 লাখে, আর EMI প্ল্যান মাত্র ₹6,499 থেকে।

যারা চেয়েছিলেন একদম আসল Land Cruiser-এর পাওয়ার ও প্রেস্টিজ, কিন্তু কম বাজেটে – তাদের জন্য এই Toyota Mini Land Cruiser 2025 হতে পারে পারফেক্ট চয়েস। ছোট আকারে বড় স্বপ্ন, এক কথায় বলা যায় – “Mini গাড়ি, ম্যাক্সি পাওয়ার!”

If you found this information helpful, share it and let us know in the comments which step you need help with. Subscribe to get regular updates. For faster updates, join our WhatsApp group — you’ll find the join link either on the right side of the screen or at the beginning of this post.

Leave a Comment

🔥 Earn Now