সত্যি কথা বলতে কী, Samsung এবার যেন পুরো বাজারটাই কাঁপিয়ে দিল! এমন এক ফোন লঞ্চ করেছে, যেটা দেখে অনেকেরই মুখ থেকে বেরিয়ে আসছে একটাই কথা – “এই দামে এমন ফোন সম্ভব?” হ্যাঁ, বলছি Samsung Galaxy M35 5G নিয়ে, যা ₹12,990 টাকায় এমন স্পেসিফিকেশন দিচ্ছে যে বড় বড় ব্র্যান্ডের ঘুম উড়ে যাবে!
চেহারা আর ডিসপ্লেতে ফ্ল্যাগশিপ ফিল
প্রথমেই বলতে হয় ফোনটার ডিজাইন আর ডিসপ্লে একেবারে নজরকাড়া। 6.7 ইঞ্চির Super AMOLED স্ক্রিন, সঙ্গে 120Hz রিফ্রেশ রেট – মানে স্ক্রল করা হোক বা গেম খেলা, সবই মাখনের মতো স্মুথ। বাইরে রোদ থাকলেও স্ক্রিনের উজ্জ্বলতা 1200 নিটস পর্যন্ত যায়, তাই ভিডিও দেখা বা গেম খেলার মজাটা আরও বেড়ে যায়।
Also read: Oppo Premium 5G Phone এলো ₹11,999-এ – 220MP প্রো ক্যামেরা, 12GB RAM আর Snapdragon চিপসহ!
5nm Snapdragon Power – পারফরম্যান্সে আগুন
Samsung Galaxy M35 5G-এর সবচেয়ে বড় পাওয়ারপয়েন্ট হল এর 5nm Snapdragon প্রসেসর। ভাবুন তো, এমন একটি চিপ যেটা সাধারণত অনেক দামি ফোনে দেখা যায়, সেটাই এবার ₹12,990 টাকায়! সঙ্গে 12GB RAM আর 256GB স্টোরেজ, তাই গেমিং, ভিডিও এডিটিং, মাল্টিটাস্কিং – সব একটানা চলবে বিনা ল্যাগে।
📋 Latest Updates
আর একটা চমক – RAM Plus টেকনোলজি, যা ভার্চুয়ালি RAM বাড়িয়ে দেয় প্রায় 20GB পর্যন্ত। মানে, ফোনটা এক কথায় একটা ছোট পাওয়ারহাউস!
DSLR কে হার মানানো 250MP ক্যামেরা
এবার আসা যাক ক্যামেরায়। 250MP Pro Camera! শুনতেই গায়ে কাঁটা দেয়, তাই না? এই সেন্সর দিয়ে তোলা ছবিগুলো এতটা ডিটেলড আর ক্রিস্প যে অনেক DSLR-ও হার মানবে। সঙ্গে আছে 12MP আলট্রা-ওয়াইড ও 10MP টেলিফটো লেন্স, আর সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা – পার্টি হোক বা পিকনিক, ছবি তুলতে মন ভরে যাবে।
ব্যাটারি ও চার্জিং – এক কথায় দানব!
7800mAh ব্যাটারি! মানে একবার চার্জ করলেই দু’দিন নিশ্চিন্ত। আর 180W ফাস্ট চার্জিং থাকায় ২০ মিনিটেই প্রায় ৮০% চার্জ! গেম খেলুন, ভিডিও দেখুন – ফোন ঠান্ডা থাকবে, ধন্যবাদ Samsung-এর অ্যাডভান্সড কুলিং টেকনোলজিকে।
Also read: Samsung Galaxy A54 5G – 120Hz Super AMOLED Display, 250MP ক্যামেরা ও Exynos 1380 চিপসহ, Order Now!
সব মিলিয়ে Samsung Galaxy M35 5G এখনকার মার্কেটে একদম “value king”! ₹12,990 টাকায় এমন ফিচার, এমন পারফরম্যান্স সত্যিই অবিশ্বাস্য। Samsung এই ফোন দিয়ে প্রমাণ করে দিল, বাজেট সেগমেন্টেও ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্স দেওয়া যায়। এখন দেখার অপেক্ষা – এই ফোনটা হাতে পেলে পারফরম্যান্স কেমন হয়, তবে একটাই কথা বলা যায়, এই দামে এমন স্মার্টফোন আগে দেখিনি!
