ভারতের বাইকপ্রেমীদের জন্য বড় সুখবর। বহু বছরের অপেক্ষার পর New Rajdoot 350 অবশেষে লঞ্চ হয়েছে ভারতীয় বাজারে। একসময়ের কিংবদন্তি এই নাম আবার ফিরে এসেছে একদম নতুন রূপে। ক্লাসিক রেট্রো ডিজাইনের সঙ্গে আধুনিক পারফরম্যান্স মিলিয়ে তৈরি এই মোটরসাইকেল ইতিমধ্যেই আলোচনায় এসেছে। মাত্র ₹60,000 (ex-showroom) দামে এমন ফিচারস সত্যিই চমকে দেওয়ার মতো।
ডিজাইন ও লুক
New Rajdoot 350-এর ডিজাইন একদম রেট্রো ক্রুজার স্টাইলের। মসৃণ লাইন, প্রশস্ত ফুয়েল ট্যাঙ্ক, ক্রোম ফিনিশ এবং রাউন্ড হেডল্যাম্প বাইকটিকে দিয়েছে এক ক্লাসিক লুক। প্রশস্ত হ্যান্ডেলবার ও কমফোর্টেবল সিট লং রাইডে আরামদায়ক ভঙ্গি বজায় রাখতে সাহায্য করবে। এছাড়াও আছে অ্যানালগ-ডিজিটাল ক্লাস্টার, অ্যালয় হুইল এবং মজবুত ফ্রেম যা একে শহর ও হাইওয়ে দু’জায়গাতেই উপযুক্ত করে তুলেছে।
📋 Latest Updates
ইঞ্জিন ও পারফরম্যান্স
এই বাইকে রয়েছে শক্তিশালী 350cc সিঙ্গল-সিলিন্ডার, এয়ার-কুল্ড ইঞ্জিন, যা তৈরি করে 28NM টর্ক। ৫-স্পিড গিয়ারবক্সের সঙ্গে এর ইঞ্জিন পারফরম্যান্স যথেষ্ট মসৃণ এবং রেসপন্সিভ। শহরের ব্যস্ত রাস্তায় হোক বা হাইওয়েতে লং রাইড, বাইকটি দেয় স্টেবল ও আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা।
মাইলেজ ও রেঞ্জ
সবচেয়ে বড় চমক এর 55KMPL মাইলেজ। ১২ লিটার ফুয়েল ট্যাঙ্কে একবার ভরলেই প্রায় ৬৬০ কিমি পর্যন্ত রাইড করা সম্ভব, যা লং রাইডপ্রেমীদের জন্য দারুণ সুবিধা।
সেফটি ও ফিচারস
New Rajdoot 350-এ রয়েছে ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক, ডুয়াল-চ্যানেল ABS এবং উন্নত সাসপেনশন সিস্টেম। টেলিস্কোপিক ফর্ক ও টুইন শক অ্যাবজর্ভার রাস্তায় স্ট্যাবিলিটি ও কমফোর্ট দুটোই বজায় রাখে।
দাম ও EMI সুবিধা
মাত্র ₹60,000 দামে লঞ্চ হওয়া এই বাইকটির EMI শুরু হতে পারে প্রায় ₹1,800 থেকে। সাশ্রয়ী দাম, কম মেইনটেন্যান্স খরচ এবং নির্ভরযোগ্য ইঞ্জিন—এই তিনে New Rajdoot 350 এখন বাজেট সেগমেন্টে এক দারুণ বিকল্প।
👉 যারা চান ক্লাসিক লুকের সঙ্গে আধুনিক পারফরম্যান্স, তাঁদের জন্য New Rajdoot 350 হতে পারে পারফেক্ট পছন্দ।
