কয়েক বছর আগেও OnePlus নামটা মানে ছিল “ফ্ল্যাগশিপ কিলার”। আজ তারা নিজেরাই ফ্ল্যাগশিপ তৈরি করে বাজার মাতাচ্ছে। আর এবার OnePlus 15 5G লঞ্চের খবরে আবারও হইচই পড়ে গেছে টেক দুনিয়ায়। সত্যি বলতে, স্পেসিফিকেশনগুলো দেখে মনে হচ্ছে এটাই হতে পারে তাদের সবচেয়ে শক্তিশালী ফোন এখন পর্যন্ত।
নতুন ডিজাইন, পুরনো আত্মবিশ্বাস
প্রথমেই ডিজাইন নিয়ে বলি। OnePlus 15 5G এ বার একদম নতুন লুকে আসছে। আগের মতো গোলাকার ক্যামেরা নয়, এবার পিছনে থাকছে আয়তাকার মডিউল, যেটা উপরের ডানদিকে বসানো। দেখতে অনেকটা প্রিমিয়াম ফোনের মতো লাগে। সামনে থাকছে 6.82 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে, যার বর্ডার প্রায় অদৃশ্য। 165Hz রিফ্রেশ রেট স্ক্রিনে স্ক্রল করা বা গেম খেলা – দুটোই হবে একদম স্মুথ।
📋 Latest Updates
পারফরম্যান্সে আগুন
এই ফোনের আসল আকর্ষণ হলো Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, যা Qualcomm-এর সবচেয়ে শক্তিশালী প্রসেসর। এর সঙ্গে থাকছে সর্বোচ্চ 16GB RAM ও 512GB স্টোরেজ। মানে গেমিং হোক বা মাল্টিটাস্কিং, কোনোভাবেই ফোন স্লো হবে না। OxygenOS 16 (Android 16)-এর ওপর চলবে ফোনটি, আর এর AI ফিচারগুলো নাকি আরও স্মার্ট ও কাস্টমাইজড।
ক্যামেরা ও ব্যাটারিতে চমক
OnePlus সবসময়ই ক্যামেরায় এক্সপেরিমেন্ট করে। এবারও তার ব্যতিক্রম নয়। ফোনটিতে থাকছে 50MP মেইন + 50MP আলট্রাওয়াইড + 50MP টেলিফটো ট্রিপল সেটআপ, আর শোনা যাচ্ছে 200MP পেরিস্কোপ লেন্স যোগ হতে পারে। সেলফির জন্য থাকবে 50MP ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি সেকশনে আছে বিশাল 7000mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং। মানে কয়েক মিনিটেই চার্জ হয়ে যাবে, আর একবার চার্জে চলবে সারাদিনের বেশি।
Also read: OnePlus 13T 5G – ২০০MP ক্যামেরা, ৮০০০mAh ব্যাটারি ও ১২০W চার্জিং মাত্র ₹10,499!
দাম ও লঞ্চ টাইমলাইন
শোনা যাচ্ছে OnePlus 15 5G প্রথমে চীনে অক্টোবর 2025-এ লঞ্চ হবে, আর ভারতের বাজারে আসবে 2026 সালের জানুয়ারিতে। দাম হতে পারে প্রায় ₹70,000।
👉 যদি OnePlus সত্যিই এই পারফরম্যান্স আর ফিচারগুলো ডেলিভার করতে পারে, তবে OnePlus 15 5G হতে পারে আগামী বছরের সবচেয়ে আলোচিত Android ফ্ল্যাগশিপ!
