OnePlus 13T 5G – ২০০MP ক্যামেরা, ৮০০০mAh ব্যাটারি ও ১২০W চার্জিং মাত্র ₹10,499!

By Akash

Published On:

Follow Us

🕓 1 min read

By Akash

Published On:

🕓 1 min read

Follow Us
OnePlus 13T 5G phone with 200MP camera and 8000mAh battery

কয়েক বছর আগে যখন প্রথম OnePlus ফোন হাতে পাই, তখনই বুঝেছিলাম ব্র্যান্ডটা আলাদা কিছু করতে চায়। কিন্তু এবার যে খবরটা এল, সেটা এক কথায় অবিশ্বাস্য! OnePlus 13T 5G এসেছে মাত্র ₹10,499 দামে, আর তাতেই মিলছে এমন স্পেসিফিকেশন যা বড় বড় ফ্ল্যাগশিপ ফোনকেও টেক্কা দেবে!

ক্যামেরা মানেই চমক

সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই এর ২০০MP ফ্ল্যাগশিপ ক্যামেরা। ফটো তুললে প্রতিটা ডিটেল যেন একেবারে জীবন্ত। সঙ্গে আছে আল্ট্রা-ওয়াইড, ম্যাক্রো ও টেলিফটো লেন্স, ফলে যেকোনো অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে মজা লাগবে। যারা ইনস্টাগ্রাম বা ইউটিউবের জন্য কনটেন্ট বানান, তাদের জন্য এটা একদম পারফেক্ট ফোন। ৮K ভিডিও রেকর্ডিং আর ৩২MP সেলফি ক্যামেরা তো বোনাসই বলা যায়!

Also read: New Maruti Suzuki Ertiga 2025 – ১.৫L ইঞ্জিন, ৩২kmpl মাইলেজ ও ৭ সিটার MPV, বুক করুন এখনই!

পারফরম্যান্সে ফ্ল্যাগশিপ ফিল

ফোনটিতে আছে Snapdragon 8 Gen 3 প্রসেসর, যা এক কথায় দানবের মতো দ্রুত। ১২GB বা ১৬GB RAM-এর সঙ্গে গেমিং, মাল্টিটাস্কিং বা ভিডিও এডিট সব কিছুই চলে একদম মাখনের মতো স্মুথ। আমি নিজে ভাবছি BGMI বা Call of Duty-এর মতো গেমে এটা কেমন পারফর্ম করে, কারণ কাগজে-কলমে স্পেসিফিকেশন দারুণ।

ডিসপ্লে ও ব্যাটারি পারফরম্যান্স

৬.৯ ইঞ্চির ১৪৪Hz AMOLED ডিসপ্লে দেখে চোখ জুড়িয়ে যাবে। সিনেমা দেখা, স্ক্রল করা বা গেম খেলা সবই দারুণ ফ্লুইড ফিল দেয়। আর ৮০০০mAh ব্যাটারি মানে দিনভর চিন্তামুক্ত ব্যবহার। তার সঙ্গে ১২০W ফাস্ট চার্জিং, মানে মাত্র ২৫ মিনিটে ফুল চার্জ!

দামেই আসল বাজিমাত

₹10,499 দামে এমন ফোন সত্যিই বিরল। সাধারণত এই ফিচারগুলো পেতে গেলে ₹40,000-এর ওপর খরচ পড়ে। তাই OnePlus 13T 5G যে গেমার, ফটোগ্রাফার আর পাওয়ার ইউজারদের কাছে বাজেটের মধ্যে একদম ড্রিম ফোন হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই।

Also read: Nokia 1100 5G Launched – ক্লাসিক কীপ্যাড, 8000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা মাত্র ₹10,499!

👉 এখন শুধু অপেক্ষা, হাতে নিয়ে OnePlus 13T 5G এর রিয়েল পারফরম্যান্স দেখার! যদি OnePlus তাদের প্রতিশ্রুতি রাখে, তবে এটা হতে পারে ২০২৫ সালের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন লঞ্চ! 📱

If you found this information helpful, share it and let us know in the comments which step you need help with. Subscribe to get regular updates. For faster updates, join our WhatsApp group — you’ll find the join link either on the right side of the screen or at the beginning of this post.

Leave a Comment

🔥 Earn Now